রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় অন্যতম ব্যস্ত একটি রাস্তা। কিন্তু পদচারী–সেতু না থাকায় ঝুঁকি নিয়েই সর্বদা সড়ক পার হয় এখানকার মানুষকে। এতে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে।
নাবিস্কো মোড়ের পূর্ব দিকে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসিআই সেন্টার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, লালবাগ কেমিক্যালসহ কয়েকটি কারখানা ও অফিস। পশ্চিম দিকে নাখালপাড়াসংলগ্ন এলাকায় ডায়্–বাংলা ব্যাংক, টিভিএস মোটর, অগ্রণী ব্যাংক, আবাসিক এলাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিদিন এ রাস্তা পার হয় কয়েক হাজার মানুষ। কিন্তু মানুষের পারাপারের জন্য আশপাশের প্রায় ৫ কিলোমিটার রাস্তার মধ্যে আছে একটা জেব্রাক্রসিং। এর দুই পাশে নেই কোনো স্পিড ব্রেকার (গতিরোধক)। এ কারণে কোনো গাড়িই তাদের গতি কমায় না। পদচারী–সেতু আছে একটা সাত রাস্তায়, অন্যটা মহাখালী রেলগেটে, যা নাবিস্কো মোড় থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। এ কারণে ঝুঁকি নিয়েই সর্বদা পার হতে হয় এখানকার মানুষকে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে এখানে।
বর্তমানে ঢাকা শহরের এমন অবস্থা, বড় কোনো দুর্ঘটনা ছাড়া সরকারের উচ্চ মহল কোনো দিকে নজর দেয় না। তাই আমাদের মতো শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং তেজগাঁওয়ের শিল্পকারখানাগুলোর শ্রমিকদের জীবনের নিরাপত্তার জন্য একটা পদচারী–সেতু এখানে স্থাপন করার জন্য সরকারের কাছে আবেদন করছি। এতে যানবাহনের গতিও যেমন বাড়বে, জীবনমানের নিরাপত্তাও নিশ্চিত হবে।
*লেখক: শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়