রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার বেলা দুইটার পরে জামান টাওয়ারের ৮ম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের ফ্লোরে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণে আটকে পড়া ব্যক্তিদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
১৬তলা এই ভবনে লাগা আগুন নেভাতে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট সেখানে কাজ করে। অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, এর আগেও জামান টাওয়ারে একাধিকবার আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মহাপরিচালক আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ১৫টি ইউনিটের ৮০ জন দমকল কর্মী আগুন নেভাতে কাজ করেছে। সার্ভার কক্ষ থেকে কেবলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ভবনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভালো নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লেগেছে। সার্ভার কক্ষ থাকায় তা ছড়িয়েছে বেশি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
আলী আহমেদ জানান, ভবনে মোট ১২ জন আটকা পড়েছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এই বহুতল ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জামান টাওয়ারের চার তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় আছে। এ ছাড়া অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডট নেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে এই ভবনে।