রাজধানী ঢাকার উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে একজন মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আজিজুল। তাঁর শরীরের ৯৯ ভাগ পুড়ে গিয়েছিল।
আজ ভোররাত চারটার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন পরিবারের আটজন দগ্ধ হন। তাঁদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু। তাঁদের মধ্যে আজিজুল মারা গেলেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো পরিচয় পাওয়া যায়নি। তাঁদের নাম জানা গেছে। তাঁরা হলেন, সাগর, ডাবলু, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ।
ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির নিচতলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার কিছু আগে অগ্নিদগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়।