আবাসিক ভবনে অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়মিত অভিযানে উত্তরার একটি হাসপাতাল ও ব্যাংককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কে এই অভিযান পরিচালিত হয়।
রাজউকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান শুরু হয় ৩৫ নম্বর প্লটের একটি আবাসিক ভবন থেকে। সেখানে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য র্যাডিক্যাল হাসপাতাল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখাকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। পাশাপাশি ভবনটির ভূ-তলে গাড়ি পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনাকক্ষ ও ওষুধের দোকান অপসারণ করা হয়।
একই সময়ে ৪৩ নম্বর প্লটের একটি ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় গড়ে তোলা তিলোত্তমা নামের একটি টাইলসের দোকান ও কাজী ফার্ম কিচেনের একটি শাখা উচ্ছেদ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংস্থাটির অঞ্চল-২-এর অথরাইজড কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।