রাঙামাটিতে চুনীলাল দেওয়ানের একক চিত্র প্রদর্শনী শুরু

পাহাড়ের খ্যাতনামা শিল্পী প্রয়াত চুনীলাল দেওয়ানের চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার
ছবি: প্রথম আলো

রাঙামাটিতে প্রয়াত চিত্রশিল্পী চুনীলাল দেওয়ানের তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই চিত্র প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। ‘বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরাম’ প্রথমবারের মতো এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। রাঙামাটি শহরের বনরূপা এলাকায় কল্পতরু কনভেনশন সেন্টারে এই চিত্র প্রদর্শনীতে ৭০টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত।

এর আগে চিত্র প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। বক্তব্য দেন চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্র চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক সাংসদ ফিরোজা বেগম, পুলিশ সুপার মীর মোদাচ্ছের রহমান, বেদীপ্রসাদ দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, চিত্রশিল্পী চুনীলাল দেওয়ান পাহাড়ের এক অনন্য প্রতিভাবান শিল্পী ছিলেন। এসব চিত্রশিল্পীদের মর্যাদা দিয়ে ধরে রাখতে হবে।

চিত্রশিল্পী চুনীলাল দেওয়ানের জন্ম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৯১১ সালের ৩ ফেব্রুয়ারি। ১৯৫৫ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। দীঘিনালায় তাঁর জন্ম হলেও শিক্ষাজীবন শুরু করেন নানিয়ারচর উপজেলায়।

পরে ১৯২৮ সালে কলকাতার একটি আর্টস স্কুলে ভর্তি হন। ১৯৩৪ সালে আর্ট অ্যান্ড ক্র্যাফট কমার্শিয়াল বিভাগের ডিগ্রি লাভ করেন। ১৯৪৬ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে আর্ট শিক্ষক হিসেবে যোগদান করেন।