রাখাল বালক

>

রাখাল বালকের দিন কাটে গরু–ছাগল চরিয়ে। সারা বেলা পড়ে থাকে মাঠে। এর মধ্যেই চলে তার নাওয়া–খাওয়া, খেলা। ছবিগুলো সিলেট সদরের সাহেববাজার এলাকা থেকে তোলা।

ছাতা মাথায় বাছুরের দেখভাল করছে রাখাল বালক
ছাতা মাথায় বাছুরের দেখভাল করছে রাখাল বালক
ঘাস খেতে খেতে গরু যাতে পাশে খেতে না যায়, সেদিকে সজাগ পাহারা
রোজ সকালে গরুর পাল নিতে হয় ঘাসের জমিতে
ছাগল চরাতে যাচ্ছে খুকি
ছাগলটাকে নালা পার করে দেওয়ার প্রস্তুতি
ছাগলছানাকে কোলে তুলে নালা পার করা হচ্ছে
আয়েশ করে গরু চরানো