রমনা পার্কে শীতের বিকেল

আজ সারা দিনই ঢাকা ছিল কুয়াশাচ্ছন্ন। এর সঙ্গে রয়েছে হাড়কাঁপানো কনকনে ঠান্ডা বাতাস। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটেও লোকজন কম। সব মিলিয়ে অনেকটাই ম্লান ছিল নগরের মুখরতা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চলতে পারে, তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। আজকের শীতে রাজধানীর প্রাণ রমনা পার্কের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প
শীতে কম্বল মুড়ি দিয়ে বসে আছে একজন
শীতে কম্বল মুড়ি দিয়ে বসে আছে একজন
কম্বল মুড়ি দিয়ে পার্কের বেঞ্চে ঘুম
ঠান্ডায় ছিন্নমূল মানুষের বেশি ভোগান্তি
সারা দিনই ছিল কুয়াশাচ্ছন্ন
পার্কে ওজন মাপে শিশু স্বপন। খোলা আকাশের নিচে শীত থেকে বাঁচতে গুটিসুটি মেরে বসে আছে সে
পার্কের শুকনো পাতা, খড়-কুটা পুড়িয়ে তাপ পোহাচ্ছেন অনেকে
বিকেলে গরম পোশাকে বাবার সঙ্গে হাঁটা হাঁটি করে পার্কে বেড়াতে আসা