আগামী দুই বছরের জন্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। গতকাল রোববার রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল-অভিজ্ঞতা নিশ্চিত করতে রবির বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন তামিম। এ ছাড়া তিনি রবির টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
রবির সঙ্গে নতুন পথচলার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম বলেন, ‘হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মতো সমাধান বাজারে নিয়ে আসা ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সুতায় বেঁধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবির নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ‘আজ আমরা দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনগণের কাছে আমাদের ফোর–জি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ২০১৯ সাল থেকে দেশে সর্বাধিকসংখ্যক নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার মাধ্যমে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি স্পেকট্রাম নিলামের পর, প্রতি নেটওয়ার্ক সাইটে গ্রাহক-প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দের লক্ষ্যে রবি সম্পূর্ণ প্রস্তুত। এর ফলে গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আরও একধাপ এগিয়ে গেছি। আমরা নিশ্চিত, এই পর্যায়ে রবির ডিজিটাল অগ্রযাত্রায় তামিমের সম্পৃক্ততা আমাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আরও গ্রাহকবান্ধব করে তুলবে।’
রবির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশীদ বলেন, ‘বিশ্বসেরা বাংলাদেশি ক্রিকেট-তারকা তামিম ইকবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা গর্বিত। তামিম যখনই মাঠে নামেন, শৈল্পিকভাবে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয়। আমরা বিশ্বাস করি, তার শৈল্পিক খেলার অনন্য আবেদনের সঙ্গে গ্রাহকদের জন্য সর্বোত্তম ডিজিটাল নেটওয়ার্ক নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে রবি কাজ করে যাচ্ছে, তার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমি নিশ্চিত, তামিম ও রবির এই “ওপেনিং জুটি” ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে গড়ায় শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।’
২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল খান বর্তমানে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। এর আগে তিনি জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি হাফ সেঞ্চুরির মাইলফলক অর্জন করেছিলেন তিনি।
২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের বর্ষসেরা চার ক্রিকেটারের একজন এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা তিনি একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান। তামিম আন্তর্জাতিক ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ সব ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন।
উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেড (রবি) একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২ শতাংশ) রয়েছে। এ ছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০ শতাংশ) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮ শতাংশ। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে।