রংবেরঙের বর্ণ এঁকে বিজয়ী যারা

শিক্ষার্থীর আঁকা ‘ব’ বর্ণ দেখছেন বিচারকমণ্ডলী। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: তানভীর আহমেদ
শিক্ষার্থীর আঁকা ‘ব’ বর্ণ দেখছেন বিচারকমণ্ডলী। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: তানভীর আহমেদ

বর্ণমেলার জন্য অনূর্ধ্ব দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠানো বর্ণগুলো বাছাই করেছেন দেশবরেণ্য শিল্পীরা। মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে শিশু-কিশোরদের আঁকা বর্ণ বাছাই করেন তাঁরা। বিচারকমণ্ডলীতে ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, অশোক কর্মকার ও কবির বকুল।

এবারের বর্ণমেলার জন্য বর্ণ বানানোর তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচ শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে প্রদর্শনীর জন্য বর্ণ বাছাই করেন শিল্পীরা। বর্ণগুলো বর্ণমেলায় প্রদর্শন করা হবে। পাশাপাশি তিন বিভাগে সেরা নয়টি বর্ণ বাছাই করা হয়।

শিক্ষার্থীদের আঁকা বর্ণমালা বাছাই করছেন বিচারকেরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: তানভীর আহমেদ

বাছাই শেষে শিল্পী আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর বর্ণমেলাতে আমরা ছোট ছোট ছেলেমেয়েদের করা নতুন কাজ দেখতে পাই। শিশুদের চেষ্টায় করা বিভিন্ন রঙের এই নতুন ভাবনাগুলো আমরা উপভোগ করি। প্রতিবছরই শিশুদের পাঠানো বর্ণের সংখ্যা কলেবরে বাড়তে থাকে। এটা একটা চমৎকার কাজ। শ্রেষ্ঠটা বিচার করা কঠিন হয়ে যায়। এবারও তাই হয়েছে।’

শিক্ষার্থীদের পাঠানো বর্ণমালা পর্যবেক্ষণ করছেন বিচারকমণ্ডলী। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: তানভীর আহমেদ

বর্ণ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো: ক বিভাগ (অনূর্ধ্ব তৃতীয় শ্রেণি): প্রথম আধিয়া তারান্নুম (হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় শ্রেণি), দ্বিতীয় শেখ ফারিনা হক (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় শ্রেণি), তৃতীয় সাফওয়ান হোসেন (আর্কেডিয়া স্কুল, প্লে শ্রেণি)। খ বিভাগ (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি): প্রথম তাহমীমা রহমান (স্কলাস্টিকা স্কুল, চতুর্থ শ্রেণি), দ্বিতীয় জাহিন তাসনিয়া রহমান (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, ষষ্ঠ শ্রেণি), তৃতীয় আহনাফ দাইয়ান (এজি চার্চ স্কুল, ষষ্ঠ শ্রেণি)। গ বিভাগ (সপ্তম থেকে দশম শ্রেণি): প্রথম রামিসা আহমেদ (বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম শ্রেণি), দ্বিতীয় রামিসা তারান্নুম (হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, সপ্তম শ্রেণি), তৃতীয় শাহরিয়ার হাছান (গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, দশম শ্রেণি)।