যত্নে আছে পুরোনো কার্ড ফোনটি

ঢাকা সদর প্রধান ডাকঘরে এখনো যত্নেই আছে কার্ড ফোনের বুথটি। প্রায় ১০ থেকে ১২ বছর আগেও প্রচলন ছিল এই ফোনটির। ৩০০ টাকার কার্ড কিনে দেশ-বিদেশে কথা বলা যেত ফোনটি দিয়ে। শহরের অনেক জায়গাতেই ছিল এমন ফোন বুথ, যেখানে কথা বলার জন্য লাইনও ধরতে হতো। বুথটি পরিষ্কার করতে করতে সেই সময়ের কথা বলছিলেন ডাক বিভাগের এক কর্মচারী। বর্তমান এই ডিজিটাল দুনিয়ায় বুথটি দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েন।

পুরোনো টেলিফোন বুথটি প্রায়ই পরিষ্কার করেন ডাক বিভাগের এই কর্মচারী।
পুরোনো টেলিফোন বুথটি প্রায়ই পরিষ্কার করেন ডাক বিভাগের এই কর্মচারী।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড এবং টেলিফোন শিল্প সংস্থার তত্ত্বাবধানে ছিল এই বুথগুলো।
বুথের দেয়ালে টেলিফোনটির ব্যবহারবিধি, সব জেলার কোড আর সরকারি বিভিন্ন সংস্থার টেলিফোন নম্বরের লিস্ট টানানো আছে।
টেলিফোনটি এখন অবশ্য অকেজো হয়ে আছে।