চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পঙ্কজ সাহা (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা পৌনে তিনটায় চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানী লোকজন জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। ট্রেন আসছে—সেটা তিনি সম্ভবত বুঝতে পারেননি। ট্রেনের নিচে পড়ায় তাঁর দেহ থেকে মাথা আলাদা এবং হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, ‘মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে এই ঘটনা ঘটে। আমরা লাশটি উদ্ধার করেছি। তবে এটি আত্মহত্যা, না অনিচ্ছাকৃত, তা তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।’