শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহেল মিয়া (৩৫)। তিনি উপজেলার রামেকুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি পিডিবির ঝিনাইগাতী কার্যালয়ের পিকআপ ভ্যানচালক ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিডিবির ঝিনাইগাতী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহেল মিয়া (৩৫)। তিনি উপজেলার রামেকুড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি পিডিবির ঝিনাইগাতী কার্যালয়ের পিকআপ ভ্যানচালক ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিডিবির ঝিনাইগাতী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পিডিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত একটার দিকে সোহেল তাঁর বন্ধু মোস্তফাকে নিয়ে প্রয়োজনীয় কাজ করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সোহেল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সীমান্ত সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সোহেল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।