নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন বিএনপির আহ্বায়ক তৈমুর

তৈমুর আলম খন্দকার
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি ২০১১ সালের সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হলেও ভোট গ্রহণের আট ঘণ্টা আগে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র থেকে সোমবার তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে তৈমুর আলম খন্দকার বলেন, সিটি করপোরেশন জনগণের ওপর করের বোঝা বহুগুণ বাড়িয়েছে। কিন্তু নাগরিক সুযোগ–সুবিধা বাড়েনি। সিটি করপোরেশনের কাজ নাগরিক সুবিধা দেওয়া, অ্যাপার্টমেন্ট তৈরি করে ভাড়া দেওয়া নয়। সিটি করপোরেশন ১৮ বছর ধরে কাজ করলেও সেগুলো শেষ করতে পারেনি। জনগণের টাকায় প্রতিবছর বাজেট বৃদ্ধি করতে হচ্ছে।

নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে প্রার্থী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণই তাঁর মার্কা, জনগণই তাঁকে মনোনয়ন দিয়েছেন। শহরে হকাররা উপেক্ষিত। পুলিশকে চাঁদা দিয়ে তাঁদের বসতে হয়। কেন হকারদের পুনর্বাসন করা হবে না? নারায়ণগঞ্জবাসী পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবেন। তৈমুর দাবি করেন, ইভিএম হলো একটা চুরির বাক্স। এই ইভিএমের মাধ্যমে ভোট চুরি করবেন না। সঠিকভাবে জনগণের রায় দেওয়ার সুযোগ করে দিলে জনগণ সেই রায় মেনে নেবেন।

তৈমুর অভিযোগ করেন, নির্বাচন কমিশন, ডিসি, এসপি—সবাই নৌকা হয়ে গেছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, বেতন খান জনগণের, তাই জনগণের পাশে থাকতে হবে। তিনি মন্ত্রী ও চার এমপির উদ্দেশে বলেন, নির্বাচনী আচরণবিধি ভাঙবেন না। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, এ নির্বাচনে সরকার থেকে কোনো হস্তক্ষেপ করবেন না।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

এর আগে মেয়র পদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, জয় বাংলা নাগরিক কমিটির সদস্য কামরুল ইসলাম, খেলাফত আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন, কল্যাণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ্, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র থেকে সুলতান মাহমুদ।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি।