মৌলভীবাজার সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান টমটমের চাপায় এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। একই দিন শ্রীমঙ্গল উপজেলায় টমটম ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন (৪৮) ও শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের মো. ছাত্তার মিয়া (৮০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি শেষে গতকাল বেলা তিনটার দিকে মৌলভীবাজার শহরে আসার জন্য বিদ্যালয়ের কাছে মৌলভীবাজার-জগৎসী সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রাজিয়া খাতুন ও তাঁর সহকর্মী জুবেদা খাতুন (৫০)। এ সময় একটি সিএনজিচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উল্টে পড়ে। এতে তাঁরা আহত হন। এ সময় ওই স্থান দিয়ে যাচ্ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন। তিনি আহত দুজনকে তাঁর গাড়িতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় রাজিয়া খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। মৌলভীবাজার শহরের কাজীরগাঁও এলাকায় রাজিয়া খাতুনদের বাসা। তাঁদের মূল বাড়ি দিনাজপুরে। তাঁর স্বামীর নাম মমিনুর রহমান।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক গতকাল প্রথম আলোকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের শ্রীমঙ্গল শহরতলির ১ নম্বর পুলের কাছে টমটম ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে রিকশার আরোহী মো. ছাত্তার মিয়া আহত হন। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।