টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার হাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাহাত হোসেন। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের পশ্চিম রোড এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে জামালপুরের তারাকান্দিগামী সারবোঝাই একটি ট্রাক হাতকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। এ ঘটনায় চালকের সহকারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। চালক রাইসুল ইসলামকে আটক করেছে পুলিশ।
চালক রাইসুল ইসলামের দাবি, বিপরীতমুখী একটি বাসকে সাইড দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
হাতকুড়া গ্রামের বাসিন্দা তোরাব আলী বলেন, মহাসড়কের পাশেই তাঁর বাড়ি। তিনি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, রাস্তার পাশে সদ্য স্থাপিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রাকটি উল্টে আটকে আছে। ওই খুঁটি না থাকলে ট্রাকটি তাঁর ঘরে ঢুকে যেত।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, রাহাতের লাশ কুমুদিনী হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।