ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মনকাড়া উদ্যানের নাম ‘সাতছড়ি জাতীয় উদ্যান’। ঢাকা থেকে যেতে যেতে দুই পাশে চোখজুড়ানো সবুজ চা–বাগান আর তার মাঝ দিয়ে চলা আঁকাবাঁকা সড়ক মুগ্ধ করবে যে–কাউকে। পথের শেষেই দেখা মিলবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উদ্যানের।
সাতছড়ি উদ্যানে ভ্রমণের সবচেয়ে উপযোগী সময় জানুয়ারি থেকে মার্চ। কারণ, এ সময় গাঢ় কমলা রঙের মান্দার ফুলের দেখা মেলে। এখানকার প্রবেশমূল্য মাত্র ২০ টাকা। পুরো বনের সৌন্দর্য পাখির চোখে দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে দাঁড়ালেই মান্দার ফুলের পাশে চোখে পড়ে ফুলমাথা টিয়া, লালবুক টিয়া, বাসন্তী লটকন টিয়া, কাঠশালিক, সিপাহি বুলবুল, সুইচোরার মতো নয়নজুড়ানো সব পাখি।