মাদারীপুরে আরও ২৪ জন কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার চারটি উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৬। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ৫২ ঘণ্টায় ঢাকা থেকে জেলার ১৬৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ। বাকিগুলো নেগেটিভ। নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন রাজৈর উপজেলায়। এ নিয়ে রাজৈরে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, কোভিডে আক্রান্ত নতুন রোগীদের বেশির ভাগই উপসর্গহীন। তাঁদের বেশির ভাগই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। ঈদের আগে স্বাস্থ্যবিধি ঠিকমতো না মেনে চলায় করোনা রোগী ক্রমে বাড়ছে। নতুন শনাক্ত ব্যক্তিদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য প্রতিটি উপজেলা ও জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।