বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের মনোনয়ন চেয়েছিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি মহাজোটের জাতীয় পার্টির একক প্রার্থী হন। বরাদ্দ পান লাঙ্গল প্রতীক। কিন্তু এখন পর্যন্ত তিনি মাঠে নামেননি।
এ অবস্থায় গত সোমবার দুপুরে উজিরপুর উপজেলার শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা একটি সভা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মো. শাহে আলম উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির দলের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, মূলত মহাজোটের মনোনয়ন না পাওয়ার অভিমানে সোহেল রানা আর মাঠে নামেননি। মহাজোটের প্রার্থী হবেন—এমন ইচ্ছায় এই আসনে মাসুদ পারভেজও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। মাসুদ পারভেজ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান। ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁকে দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ দেন। কিন্তু এক দিনের জন্যও তিনি মাঠে নামেননি, এমনকি এলাকায়ও আসেননি।
উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম বলেন, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেয়ে সোহেল রানা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যখন মনোনয়ন পাননি, তখন তিনি অনেকটা হতাশ হন। এরপর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাঁর দিক থেকেও সংসদ নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা না পাওয়ায় সোহেল রানা আর মাঠে নামেননি। এমন পরিস্থিতিতে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী শাহে আলমের পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।