মাগুরায় প্রথমবারের মতো আজ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত একজন (২৮) শনাক্ত হয়েছেন। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলায়। তিনি গাজীপুর থেকে মাগুরায় গেছেন।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ১৭ এপ্রিল গাজীপুর থেকে মাগুরায় আসেন তিনি। তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন অনুসারে হাসপাতলের আইসোলেশনে নেওয়া হবে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, মাগুরা থেকে আজ সকাল পর্যন্ত ১০২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ৯০ জনের করোনা নেগেটিভ এসেছে।