ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মুহম্মদ আরিফুর রহমান নামের এক ব্যক্তি আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন।
বাদীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে ২৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আরজিতে বাদী দাবি করেছেন, গত ২৯ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে মাওলানা জিয়াউল হাসান ইসলাম নিয়ে মনগড়া ব্যাখ্যা দেন।
এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান সমাজকে হেয়প্রতিপন্ন করেছেন আসামি।