মানিকগঞ্জ-২ আসন

মমতাজকে সমর্থন সারোয়ারের

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি ইউনিয়ন) আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার সিঙ্গাইর সদরের নিজ বাসভবনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

গোলাম সারোয়ার বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমকে সমর্থন দিয়েছেন তিনি। এতে মমতাজ বেগম তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতীক পাওয়ার পর কুলা প্রতীকে নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার টাঙানোসহ প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে আসছিলেন গোলাম সারোয়ার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান, ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফেরদৌস আহমেদ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।