একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এ খেলোয়াড় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত মাশরাফি ২ লাখ ৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাঠের খেলায় জয়ী অধিনায়ক এবার রাজনীতির মাঠেও খেল দেখালেন।
এ আসনে ইসলামী আন্দোলনের এস এম নাছির উদ্দীন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ১২৫, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফকির শওকত (তারা) ৩০, ইসলামী ঐক্যজোটের (মিনার) মাহাবুব রহমান ১২০ ভোট। মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
নড়াইলের মানুষ মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মাশরাফি বিন মুর্তজার বিজয় নিশ্চিত জেনে লোহাগড়ায় রোববার সন্ধ্যায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী, মাশরাফির সমর্থক ও ভক্তরা। তাঁদের চাওয়াটাই ছিল, মাশরাফি বারবার খেলার মাঠে জিতেছেন, সেই মাশরাফি ভোটের মাঠেও জিতবেন।
এদিকে নড়াইল-১ আসনের ১০২ কেন্দ্রের ভোটের ফলে আওয়ামী লীগের কবিরুল হক মুক্তি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৯১৯ ভোট। ইসলামী আন্দোলনের হাফেজ খবির উদ্দীন (হাতপাখা) ২ হাজার ৮৩৫, জাতীয় পার্টি (জাপা) মিলটন মোল্লা (লাঙ্গল) ৮২৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।