ভুল বানানের এই শহরে...

এই রাজধানীতে ব্যানার, পোস্টার ও সাইনবোর্ডের অভাব নেই। ঠিক তেমনি, অভাব নেই ভুল বানানেরও! এদিক-সেদিক তাকালেই বাংলা বানানের দুর্দশা চোখে পড়বে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ডিজিটাল মাধ্যমেও এখন ভুল বানানের ছড়াছড়ি। ঢাকায় এমনই কিছু ভুল বানান ধরা পড়েছে প্রথম আলোর ক্যামেরায়—

ভুল বানানে বাংলা লেখা এমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার প্রায়ই চোখে পড়ে। ছবি: আবদুস সালাম
ভুল বানানে বাংলা লেখা এমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার প্রায়ই চোখে পড়ে। ছবি: আবদুস সালাম
ব্যানার, পোস্টার, সাইনবোর্ডে ছাওয়া এই রাজধানীতে ভুল বানান খুঁজতে বেগ পেতে হয় না। ছবি: প্রথম আলো
যানবাহনগুলোর পেছনে নানান ধরনের উপদেশমূলক বাণী লেখা থাকে। প্রায়ই চোখে পড়ে ভুল বানানের উপদেশ। ছবি: প্রথম আলো
ভুল বানানের বাহারে কম যায় না ছোট-বড় দোকানও। ছবি: প্রথম আলো