ভাসানচর সফর করলেন চীনা রাষ্ট্রদূত

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথমবারের মতো ভাসানচর সফর করেছেন। সেখানে কক্সবাজার থেকে স্থানান্তরিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

২ থেকে ৪ জুন নোয়াখালীর ওই চরে গিয়ে লি জিমিং চীনের দুটি চলমান প্রকল্প পরিদর্শন করেছেন।

ভাসানচর গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন লি জিমিং। তিনি ভাসানচর সফরের সময় আশ্রয়ণ প্রকল্প-৩–এর (ভাসানচর প্রকল্পের আনুষ্ঠানিক নাম) উপপরিচালক কমান্ডার মো. আনোয়ারুল কবীর এবং শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক অতিরিক্ত পরিচালক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। ভাসানচরে চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন ঢাকায় চীন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ওয়াং ঝিহং।

গত এপ্রিলে কক্সবাজার সফর করেন লি জিমিং।