ব্রিটেনের টমসন রয়টার্স ফাউন্ডেশনের সঙ্গে প্রথম আলোর অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। এর আওতায় প্রথম আলো টমসন রয়টার্স ফাউন্ডেশনের পাঠানো বিভিন্ন প্রতিবেদন ছাপা পত্রিকা, বাংলা ও ইংরেজি অনলাইনে প্রকাশ করবে।
এসব প্রতিবেদন হবে মূলত অভিবাসন, আধুনিক দাসপ্রথা, শ্রম অধিকারসহ বাংলাদেশের পাঠকদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে।
গত মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিটি সই হয়।
টমসন রয়টার্স ফাউন্ডেশনের পক্ষে প্রধান সম্পাদক বেলিন্ডা গোল্ডস্মিথের পাঠানো চুক্তিতে সই করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, টমসন রয়টার্স ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি নাইমুল করিম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, নির্বাহী সম্পাদক (অনলাইন) সেলিম খান, ইংরেজি অনলাইনের পরামর্শক আয়েশা কবীর এবং প্রথম আলোর হেড অব রিপোর্টিং শরিফুজ্জামান।