ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় দুজন চিকিৎসক, দুই পুলিশ সদস্য, চারজন স্বাস্থ্যকর্মীসহ ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ২৮ জনের এবং আজ বৃহস্পতিবার দুপুরে ২০ জনের করোনার নমুনার পজিটিভ ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৩।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের করোনার নমুনার ফলাফল সংরক্ষণের দায়িত্ব থাকা চিকিৎসক সানজিদা আক্তার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ১৮৭ জনের নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ২০ জনের নমুনার ফল পজিটিভ আসে। তাঁদের মধ্য সদর উপজেলায় ৩ জন, সরাইলের ৩ জন, বাঞ্চারামপুরে ৯ জন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২ জনসহ ৫ জন আছেন। সদর উপজেলার ৩ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ১ জন স্বাস্থ্যকর্মী, জেলা শহরের হালদার পাড়ার ১ জন ও পাইকপাড়ার ১ জন আছেন।
এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ৩০৮ জনের নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। তাঁদের মধ্যে ২৮ জনের ফল পজিটিভ আসে। নতুন সংক্রমিতদের মধ্যে জেলা পুলিশ লাইনসের ২ জন উপপরিদর্শকসহ (এসআই) জেলা শহরের ১৩ জন, সরাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৭ জন, আশুগঞ্জে নূর মেডিকেলের ২ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন, নবীনগরে ৪ জন আছেন।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় ৩৫৩ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত রয়েছেন চারজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। এখন পর্যন্ত জেলায় সংগ্রহ করা ৬ হাজার ৩১১ জনের নমুনার মধ্য ৫ হাজার ১২৩টি নমুনার ফল পাওয়া গেছে।