ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আইসোলেশন কেন্দ্রের দুজন চিকিৎসকসহ আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৫ জনে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, আজ বিকেলে ১৯৬ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, আক্রান্ত ২৯ জনের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন। তাঁদের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী। তাঁরা দুজনেই করোনার আইসোলেশন কেন্দ্রে দায়িত্বপালন করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের করোনার আইসোলেশন কেন্দ্রের ১ জন চিকিৎসকসহ সদর উপজেলার ১০ জন, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রের ১ জন চিকিৎসকসহ ১০ জন, আশুগঞ্জ উপজেলার ৪ জন, আখাউড়া উপজেলার ৪ জন ও নাসিরনগর উপজেলার ১ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।