কুমিল্লার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যা মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সজীব, মো. শাওন, মো. হারুন, আবু তাহের, মো. রাজীব, মো. রুবু, মমিন, মোহসিন ও মো. আমিন। আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান বলেন, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় বিভক্তির ঘটনার প্রতিবাদ করার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২০১৫ সালবিচারের জন্য মামলাটি কুমিল্লা আদালত থেকে চট্টগ্রাম আদালতে আসে। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহতের বাবা ফজর আলী বলেন, উচ্চ আদালতে যেন এ রায়টি বহাল থাকে।