ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেছেন, পৃথিবীর ৮০ ভাগ সম্পদ ১ শতাংশ লোকের হাতে। ধনী-গরিবের এই বৈষম্য বাংলাদেশেও বাড়ছে। এই ধরনের বৈষম্য থাকলে যতই উন্নয়ন হোক, তা টেকসই হবে না। আর এই বৈষম্য দিয়ে স্থিতিশীল সমাজও গঠন করা যাবে না।
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে শনিবার রাতে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্ফুজ আনাম এসব কথা বলেন। সংগঠনের জেলা গভর্নরের ডাকে ‘হাসির তরে সেবা’ শীর্ষক এ অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা। অনুষ্ঠানে ‘হাসির তরে সেবা’–এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহ্ফুজ আনাম বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি গর্বিত। একটি ফুলকে বাঁচাবেন বলে যুদ্ধ করেছিলেন। এই সময়ে ফুলকে বাঁচানোর ইচ্ছাশক্তি থাকতে হবে।
নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো দখল করে কারখানা তৈরি করা হচ্ছে উল্লেখ করে মাহ্ফুজ আনাম বলেন, এসব কারখানার পণ্য বিদেশে রপ্তানি করে ডলার আয় করা হচ্ছে। সে ডলারে অট্টালিকা তৈরি করা হচ্ছে। কিন্তু পরিবেশের এমন অবস্থা করে রাখা হয়েছে, সেখানে নিশ্বাস নেওয়া যাচ্ছে না। অপরিকল্পিতভাবে পানি ব্যবহারের ফলে পানির স্তর নেমে গেছে। পানি যদি না থাকে তাহলে এসব অট্টালিকা দিয়ে কী হবে? তাই নদী, গাছ, প্রকৃতিকে সত্যিকারের ভালোবাসতে হবে।
সাংবাদিক মাহ্ফুজ আনাম বলেন, বর্তমান সময়ে বোধশক্তির অভাব রয়েছে। মানুষের রুচিবোধ কোন দিকে যাচ্ছে? তাঁরা কী দেখে আনন্দিত হচ্ছে? অবসর সময়ে কী বই পড়ছেন, কী সিনেমা দেখছেন, কোনো ছোট গল্প পড়ছেন কি না? এসব নিয়ে ভাবতে হবে।
মূল আলোচক অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, মানবকেন্দ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে। মানুষকে মাঝে রেখে অগ্রগতির কথা চিন্তা করতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিকল্প নেই। সমাজে ব্যক্তির বিকাশে ঘাটতি রয়েছে। তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে। নিরন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এস এম শামীম রেজা।
সভাপতির বক্তব্যে জেলা গভর্নর কামরুন মালেক বলেন, মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আসল কথা। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিয়ে সঙ্গে নিয়ে পথ চলার নামই হচ্ছে লায়নিজম। শুধু গরিব নয়, সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক গভর্নর এম এ মালেক ও নাসিরুদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান ও শিক্ষাবিদ ও সাহিত্যিক ফেরদৌস আরা আলিমকে সম্মাননা দেওয়া হয়।