চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিজের বাসায় বৈদ্যুতিক তার জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম আবৃত্তি খাতুন (৮)। সে উপজেলার বড়গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। মুন্সিগঞ্জ আদর্শ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, গতকাল রাত নয়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। এর আগেই সে মারা গেছে।
শিশুটির বাবা আজিম উদ্দিন ও মা শ্যামলী খাতুন বলেন, বৈদ্যুতিক তার গলায় জড়িয়ে ফাঁস লেগে অসুস্থ হয়ে পড়ে আবৃত্তি। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রহিম জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।