বেড়িবাঁধটি বাঁচাতে আপ্রাণ চেষ্টা

>

ঘূর্ণিঝড় ফণী নিয়ে খুলনার কয়রা সদর উপজেলার ঘাটাখালী গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। কপোতাক্ষ নদের পূর্ব পাড়ের এই গ্রামের বহু মানুষ এখন রাস্তায়। তাঁরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে গ্রামের সামনের ছোট্ট বেড়িবাঁধটি ভেঙে যাবে। এতে লোনা পানিতে পুরো এলাকা ভেসে যাবে। ছবিগুলো আজ শনিবার সকালের।

একদিকে সাগরের লোনা পানি, অন্যদিকে জনবসতি, মাঝে ছোট ভাঙা বাঁধ।
একদিকে সাগরের লোনা পানি, অন্যদিকে জনবসতি, মাঝে ছোট ভাঙা বাঁধ।
গ্রামের সবাই মিলে চলে এসেছেন বাঁধের ভাঙন ঠেকাতে।
চলছে বাঁধ মেরামতের কাজ।
বালুর বস্তা নিয়ে মেরামতের জন্য ছুটে চলা।
প্রচণ্ড বাতাসে আতঙ্কিত এলাকার মানুষ।
গ্রামের লোকজন মিলে বাঁধের ভাঙন ঠেকানোর কাজে নেমে পড়েছেন।
দুর্যোগ মোকাবিলায় একজোট সবাই।