>রাজধানীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে হকারমুক্ত করা হয়েছে ফুটপাত। অভিযানে কাজ হয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযানের কয়েক দিন বাদেই ফুটপাতগুলো আবার হকারদের দখলে চলে যায়। রাজধানীর প্রায় সব ফুটপাতই বর্তমানে হকারদের হাঁকডাকে সরগরম। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে অস্বস্তিতে পড়ছেন। পদচারী-সেতুতেও রীতিমতো বাজার বসানো হয়। ফলে অনেকে ফুটপাত ব্যবহার না করে সড়কে নেমে পড়েন। ফুটপাত দখলমুক্ত করা এবং পুনরায় বেদখল হয়ে যাওয়ার ঘটনায় বিরক্ত নগরবাসী। ছবিগুলো রোববারের।