>বুড়িগঙ্গা নদী কয়েক দিন ধরে ঢেকে আছে কচুরিপানায়। বানের পানিতে ভেসে আসা এসব কচুরিপানা দেশে এসেছে উজান থেকে। চিরচেনা বুড়িগঙ্গা হঠাৎ দেখলে এখন মনে হবে সবুজ কার্পেটে ঢাকা। রাজধানীর আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে এই দৃশ্য। এসব কচুরিপানা চোখে শান্তি দিলেও, মাঝিদের জন্য বিড়ম্বনার। বইঠা বেয়ে কচুরিপানা সরিয়ে নৌকা এগিয়ে নিতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে মাঝিদের। মাঝির কষ্ট দেখে অনেক যাত্রীও হাত লাগাচ্ছেন কচুরিপানা সরাতে। মিটফোর্ড ঘাটের মাঝি মিজান বলেন, ১৭ জুলাই রাতে হঠাৎ করেই ভেসে এসেছে এসব কচুরিপানা। কয়েক দিন পর পানি আরও বাড়লে আবার আপন গতিতেই সরে যাবে এসব পানা।