বিয়ের সানাই, বিয়ের সদাই

>বিয়ের আয়োজন যে ছেলেখেলা নয়, তা যাঁরা আয়োজক তাঁরাই বোঝেন। তবে সেই মহাযজ্ঞটিকে কিছুটা হলেও সহজ ও স্বস্তির করতে আপনাকে আসতে হবে আয়ুশ-নকশা বিয়ে উৎসবে। প্রথম আলো এবং ইউনিলিভার চার বছর ধরে এই বিয়ে উৎসব করছে। এবার পঞ্চম আয়োজন। আসরটি বসেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিসে। কী নেই উৎসবে! এক ছাদের নিচেই পেয়ে যাবেন বর–কনের পোশাক, অনুষঙ্গ, খাবার, সাজ, আসবাবপত্র, বিয়ের ছবি, হানিমুনের ভ্রমণ, বিয়ের জন্য ব্যাংকঋণ ইত্যাদি সবকিছুর খবরাখবর। ‘বিয়ের বাজার দেশেই’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসব আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আপনিও আমন্ত্রিত।
বিয়ে উৎসবে ফুল–সজ্জিত পালকিতে নবদম্পতি মাসুমা রহমান নাবিলা ও তাঁর বর জোবায়দুল হক রিম।
বিয়ে উৎসবে ফুল–সজ্জিত পালকিতে নবদম্পতি মাসুমা রহমান নাবিলা ও তাঁর বর জোবায়দুল হক রিম।
নাবিলা ও রিমকে বরণ করে নিচ্ছে নকশা পরিবার।
নবদম্পতি নাবিলা ও রিমের মালাবদল।
ছবি তোলার সময় নবদম্পতি নাবিলা ও রিম।
উৎসবে বাউল গান পরিবেশন করছেন এ শিল্পী।
বিয়ে উৎসবে অতিথিরা।
ফুলের পালকিতে অতিথি।
আয়ুশের ফটোবুথে দর্শনার্থীরা।
লুবনানের স্টলে সাজিয়ে রাখা হয়েছে বিয়ের শেরওয়ানি।
পারসোনার স্টলে মেহেদি দেওয়ার ধুম।
বিয়ের সাজে সাজছে শিশুটিও।
বিয়ের অণুকাব্য নিয়ে মঞ্চে সাইদুজ্জামান রওশন।
বিয়ে উৎসবে স্মৃতি ধরে রাখতে সেলফি।
মঞ্চ মাতালো কণ্ঠশিল্পী সায়েম।
বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শনার্থী ও অতিথিরা।
আয়ুশের স্টলেও ছিলে দর্শনার্থীদের ভিড়।
অ্যাথেনা’স–এর ফটোবুথে ছবি তুলতে বউয়ের সাজে সাজছেন একজন।
উৎসব প্রাঙ্গণে মডেলদের ছবি তোলা চলছে।
নানা অফার নিয়ে উৎসবে হাজির পারসোনা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবে ভিড় বাড়তে থাকে।