হলফনামা বিশ্লেষণ: শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন ৩৬ জন

বরিশাল বিভাগের ২১টি আসনের মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের অধিকাংশই উচ্চশিক্ষিত। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেছেন প্রায় ৮৬ শতাংশ প্রার্থী। অর্থাৎ ৪২ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন উচ্চশিক্ষিত।

মহাজোট ও ঐক্যফ্রন্টের ৪২ জন প্রার্থীর জমা দেওয়া হলফনামা দেখে এসব তথ্য জানা গেছে। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বরিশালে আছে ছয়টি, পটুয়াখালীতে চারটি, ভোলায় চারটি, পিরোজপুরে তিনটি, বরগুনা ও ঝালকাঠিতে দুটি করে চারটি আসন আছে।

প্রার্থীদের মধ্যে চারজন স্বশিক্ষিত বলে তথ্য দিয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহাজোটের ও দুইজন ঐক্যফ্রন্টের। মাধ্যমিক পাস ঐক্যফ্রন্টের এক প্রার্থী। আর উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন একজন প্রার্থী।

স্নাতক পাস করেছেন ১৬ জন প্রার্থী, যা শতকরা ৩৮ শতাংশ। তাঁদের মধ্যে ৯ জন মহাজোটের ও ৭ জন ঐক্যফ্রন্টের। আর স্নাতকোত্তর পাস করেছেন ১৯ জন, যা প্রায় ৪৫ শতাংশ। স্নাতকোত্তর পাস করা প্রার্থীদের সংখ্যাই বেশি।

এ ছাড়া, স্নাতকোত্তরের পরে আরও পড়াশোনা করেছেন ঐক্যফ্রন্টের এক প্রার্থী।