বিরোধী দলের অনুপস্থিতিতে শেষ হলো সংসদের তৃতীয় অধিবেশন

নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই অধিবেশনের পুরোটাই বর্জন করে বিরোধী দল। সরকারি দলে বিপুলসংখ্যক সদস্য থাকায় কোরাম সংকট না হলেও বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদ ছিল অনেকটাই প্রাণহীন।মোট ২২ কার্যদিবসের এই অধিবেশনে ১১টি বিল পাস হয়। গতকাল রাতে স্পিকার আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে এ অধিবেশনের সমাপ্তি ঘোষণা সম্পর্কে রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করেন। স্পিকার তাঁর সমাপনী বক্তব্যে আশা প্রকাশ করেন, বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে।