বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২৮ অক্টোবর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে। এ জন্য আগ্রহী যাত্রীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এই তথ্য জানান।
মোকাব্বির হোসেন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে একটি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
ইতালি যাত্রার ক্ষেত্রে করোনা সংক্রান্ত শর্ত বা নির্দেশনা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ইতালি সরকার করোনা-সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করে। এর ফলে বাংলাদেশি ইতালিপ্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার সৃষ্টি সুযোগ সৃষ্টি হয়েছে।