>সিলেটের হিলুয়াছড়া রাবারবাগানে দেখা মিলল মুখপোড়া হনুমানের। সিলেট অঞ্চলের চিরসবুজ বনগুলোর বাসিন্দা বিপন্ন এই প্রাণী। বনের বিভিন্ন গাছের লতাপাতা তাদের প্রধান খাদ্য হওয়ায় অনেকেই এদের ‘পাতাবানর’ নামে চেনে। বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বে এরা বিপন্ন বলে বিবেচিত। অপরিকল্পিতভাবে বনজঙ্গল ধ্বংস ও পাহাড়-টিলা কেটে ফেলায় এদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। বনের পরিবেশ ঠিক না থাকলে শান্তিপ্রিয় এই প্রাণী হয়তো অচিরেই হারিয়ে যাবে।