বিজয় দিবস সামনে রেখে পরিষ্কার করা হচ্ছে ঢাবির ভাস্কর্যগুলো

বিজয় দিবস সামনে রেখে পরিষ্কার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য
ছবি: আসিফ হাওলাদার

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের দিনটি সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাস্কর্যগুলো পরিষ্কার করা হচ্ছে।

আজ রোববার দুপুরে সরেজমিন দেখা গেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছেন একজন কর্মচারী। জানতে চাইলে তিনি বললেন, বিজয় দিবস সামনে, তাই ক্যাম্পাস এলাকার ভাস্কর্যগুলো পরিষ্কার করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘বিজয় দিবস সামনে রেখে ক্যাম্পাসের ভাস্কর্যগুলো পরিষ্কার করা হচ্ছে। সারা বছরই ভাস্কর্যগুলোর দিকে আমাদের দৃষ্টি থাকে, তবে আরও বেশি দৃষ্টি রাখতে পারলে আমরা খুশি হতাম।’

প্রক্টর বলেন, ক্যাম্পাসজুড়ে যে ভাস্কর্য ও স্মৃতিফলকগুলো রয়েছে, বিজয় দিবস সামনে রেখে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। তবে আবাসিক হলগুলোতে যেসব ফলক আছে, সেগুলো পরিষ্কার করার দায়িত্ব হল কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা প্রশাসন করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আছে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলা, টিএসসি এলাকায় স্বোপার্জিত স্বাধীনতা ছাড়াও আছে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ফুলার রোড এলাকায় আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসভিত্তিক ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম, উপাচার্যের বাসভবনের সামনে আছে মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্মরণে স্মৃতিফলক স্মৃতি চিরন্তন, কার্জন হলের সামনে আছে দোয়েলের ভাস্কর্য, মধুর ক্যানটিনের সামনে আছে মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য। আবাসিক হলগুলোতেও আছে একাধিক ভাস্কর্য ও ফলক। শিক্ষক-কর্মচারীদের আবাসিক এলাকাগুলোতেও কিছু ফলক-ভাস্কর্য আছে।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে আছে সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন; সকাল ৭টা ৫ মিনিটে উপাচার্য মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধসহ বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধ ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ; বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা; বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় দোয়া-প্রার্থনা করা হবে।

বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে আছে ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন; সকাল ৭টা ৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ; বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া–প্রার্থনা করা হবে।