বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ সব সময় কঠিন পরিস্থিতি বদলে দিয়েছে। এবারও জনগণ ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি বদলে দেবে। জনগণের যে আশা, তা তাঁরা পূরণ করবেন।
আজ শনিবার বেলা ১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কে এম কামরুজ্জামান সেলিমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। কর্মীদের জন্য শেষ বার্তা দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল শুক্রবার বিএনপির যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। আবার জানাব। তারপরও আমাদের সাধারণ ভোটার ও কর্মীদের কিন্তু হতাশ করতে পারবে না।’
বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনো বিরোধ নেই। এগুলো সরকারের কূটচাল। একেবারে অমূলক ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। আপনারা তো জানেন, আজকাল এই যে সাইবার ওয়ার, যে যেভাবে পারছে করার চেষ্টা করছে। বিএনপিতে কোনো দ্বিমত নেই। বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে। বিএনপি শেষ পর্যন্ত সংসদ নির্বাচনে থাকবে।’
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবদুল হালিম ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।