কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা কারাগার থেকে বের হয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি জামিন পেয়ে জেলা কারাগার থেকে বের হন। এ দিন একই সঙ্গে কুষ্টিয়ার ছয় উপজেলার আড়াই শতাধিক বিএনপি নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। তাঁরা সবাই জেলার বিভিন্ন থানায় করা নাশকতা মামলার আসামি।
দুপুরে কুষ্টিয়া জেলা জজ অবকাশকালীন আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জামিনের এই আদেশ দেন। কুষ্টিয়া সদর থানায় প্রায় ৭০ জন, খোকসা ও কুমারখালী থানায় ১৫০ জন, দৌলতপুর থানায় ২৫ জন ও ভেড়ামারা-মিরপুর থানায় ২০ জন বিএনপি নেতা-কর্মী এই জামিন পান। গত ১৯ ডিসেম্বর রেজা আহাম্মেদকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, বুধবার সন্ধ্যায় রেজা আহাম্মেদ জেলা কারাগার থেকে বের হন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, নাশকতার মামলার ২৫০ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। বুধবার শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত সেপ্টেম্বর মাসে জেলার ছয় থানায় বিএনপির শত শত নেতা-কর্মীর নামে নাশকতার গায়েবি মামলা হয়। ওই সব মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান। কুষ্টিয়া জজ আদালত থেকে স্থায়ী জামিন নিতে বিএনপি নেতা-কর্মীরা বুধবার আদালতে হাজির হলে বিচারক অরূপ কুমার গোস্বামী তাঁদের জামিনের আদেশ দেন।