নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে ঢাকা-১৩ আসনের তিন এলাকায় গণসংযোগ করেছে বিএনপি। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী আবদুস সালাম গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নেতা–কর্মীদের নিয়ে প্রচারণায় নামেন। এ সময় তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।
আবদুস সালাম নেতা–কর্মীদের নিয়ে দুপুরে শ্যামলী মার্কেট এলাকায় প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। তাঁরা মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে ভোটারদের কাছে থেকে ধানের শীষে ভোট চান।
এরপর সেখান থেকে তাঁরা যান মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। নির্বাচিত হলে বিহারিদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন আবদুস সালাম। তিনি বিকেলে তৃতীয় দফায় গণসংযোগ করেন আদাবর এলাকায়। এ সময় আদাবর ও মোহাম্মদপুর থানা বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে আবদুস সালাম বলেন, দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কিন্তু বিভিন্ন সময় এ দেশের ভোটাররা প্রমাণ করেছেন, জোর করে তাঁদের কেউ পক্ষে নিতে পারে না।