বাহারি হালুয়া-রুটি

>পুরান ঢাকায় পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ ধরনের খাবার আয়োজনের রেওয়াজ বহুদিনের। পবিত্র শবে বরাত উপলক্ষে পুরান ঢাকার বিভিন্ন বেকারিতে বাহারি নকশার পাউরুটি বিক্রি হচ্ছে। নকশি, ফেন্সি নামের এসব রুটি ৭০ গ্রাম থেকে শুরু করে ১৫ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। কেজিপ্রতি বিক্রি হয় ১০০ থেকে ৫০০ টাকায়। আর হরেক রকমের সুস্বাদু হালুয়া পাওয়া যায় প্রতি কেজি ৪০০ থেকে ১২০০ টাকায়। ছবিগুলো রোববার সাতরওজা ও আগামসি লেন এলাকা থেকে তোলা।
টেবিলে বাহারি নকশাদার রুটি। এসব রুটির ওজন ৭০ গ্রাম থেকে শুরু করে ১৫ কেজি পর্যন্ত হয়।
টেবিলে বাহারি নকশাদার রুটি। এসব রুটির ওজন ৭০ গ্রাম থেকে শুরু করে ১৫ কেজি পর্যন্ত হয়।
শবে বরাত উপলক্ষে সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন বেকারিতে ক্রেতাদের ভিড়।
পুরান ঢাকার আনন্দ কনফেকশনারিতে বিশেষ হালুয়া-রুটির আয়োজন।
দোকানে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের সুস্বাদু হালুয়া।
হালুয়া বিক্রি হয় প্রতি কেজি ৪০০ থেকে ১২০০ টাকা দরে।
১০ কেজি ওজনের নকশি রুটি।
নানান নকশা থাকে এসব রুটিতে।
সবচেয়ে ভালো নকশা করা রুটিই ক্রেতাদের নজর কাড়ে।
কুমির আকৃতির রুটি।
পুরান ঢাকার বিভিন্ন সড়কের পাশের দোকানেও রুটি বিক্রি হয়।