সংক্ষেপ

বাসচাপা দিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় তর্কাতর্কির জের ধরে সিএনজিচালিত অটোরিকশার চালককে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বাসসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদের (৪০) বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হালিশহর বি ব্লক চৌধুরীপাড়ায় তিনি পরিবার নিয়ে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাসচালক আইয়ুব আলীর (২৮) বিরুদ্ধে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|