আমবট, ফুকেন টি, তেঁতুল, চায়না বট, করমচা, কামিনী, রেইনট্রি, হিজল, অর্জুন, পাকুড়, রাইটিয়া, মাধবী, জুনিপার, বাগানবিলাস, চেরি, চন্দন, তমালসহ আছে আরও অনেক প্রজাতির বনসাই। বাংলাদেশ বনসাই সোসাইটি আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ডব্লিউভিএ মিলনায়তনে। প্রদর্শনীতে নানা প্রজাতির প্রায় ৪০০টি বনসাই প্রদর্শিত হচ্ছে। একেকটি বনসাইয়ের দাম হাজার টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকা পর্যন্ত। প্রদর্শনীতে অনেকে বনসাই কিনছেন। কেউ কেউ এসেছেন পরিবারের ছোট সদস্যদের নিয়েও।