হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে রওনা দিয়েছেন। যাঁরা আসছেন, তাঁরা সবাই যাতে জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য জানাজার সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বলা হয়েছিল জানাজা শেষে ফটিকছড়ির বাবুনগরে জুনায়েদ বাবুনগরীর মরদেহ দাফন করা হবে। কিন্তু এই সিদ্ধান্তেও পরিবর্তন এসেছে। মাওলানা ইয়াহিয়া বলেন, চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জানার পর তাঁর মরদেহ দাফন করা হবে মাদ্রাসা মসজিদসংলগ্ন কবরস্থানে।
জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন। গত বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।
চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে ২৬ মার্চের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। ২২ এপ্রিল হাটহাজারী থানায় মামলাগুলো হয়।
এর আগে শাপলা চত্বরের ঘটনায় মারধর, লুটতরাজ ও হত্যার অভিযোগ এনে মতিঝিল থানায়ও মামলা হয়েছিল বাবুনগরীর বিরুদ্ধে। সে মামলায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং পরে জামিন পান।
শোক প্রকাশ:
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় ফখরুল বলেন, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।
এ ছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, মহাসচিব ইউনূছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী, খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন যাকারিয়া প্রমুখ।