বাবার হাতে হাত ধরে রাস্তা পার হচ্ছিল মেয়েটি। যাবে স্কুলে। দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিল শিশুটিকে। বাবা থেকে বিচ্ছিন্ন হলো মেয়েটি, একেবারে বিচ্ছিন্ন। সড়কে প্রাণ হারানো মানুষের তালিকায় যুক্ত হলো শিশু ফাইজা তাহমিনা সুচির নাম। উত্তরার মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে রাজধানী ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, মেয়েকে নিয়ে বাবা ফাইজুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে মেয়েটিকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে গুরুতর আহত হয় মেয়েটি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
মেয়েটির বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক।
ওসি নূরুল মোত্তাকিন বলেন, মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। এর চালক পলাতক।