>চকবাজারের চুড়িহাট্টা শাহি মসজিদ এলাকার অলিগলিতে ছড়িয়ে–ছিটিয়ে আছে বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধির হাজারো বোতল। সুগন্ধির তীব্র সুবাস ছাপিয়ে যাচ্ছে পোড়া গন্ধ। শাহি মসজিদের পাশের হাজী ওয়াহেদ ম্যানশনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন। ওয়াহেদ ম্যানশনসহ আশপাশের ভবনগুলোতে প্রসাধনী ও সুগন্ধি তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। ছবিগুলো বৃহস্পতিবার সকালের।
আরও পড়ুন: