বাক বাকুম পায়রা

>কেউ বলে পায়রা, কেউবা কবুতর। দুনিয়ার সবখানেই ওরা শান্তির প্রতীক । তাই তো এত আদর। কবুতরের কাণ্ড-কারখানা নিয়ে ছোট-বড় সবারই থাকে নানা কৌতূহল। বগুড়ার শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের পায়রার ঝাঁক নিয়ে এই ছবির গল্প।
তারে বসে রোদ পোহাচ্ছে ওরা
তারে বসে রোদ পোহাচ্ছে ওরা
শস্যের খেতে খাবারের খোঁজে
খেত থেকে উড়ে যাচ্ছে অন্য কোথাও
পায়রা উড়ে যায় কোথায়
সবুজ খেতে কী আছে