বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করে সেলিনা হোসেনকে তিন বছর মেয়াদে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
সেলিনা হোসেন বাংলা একাডেমির প্রয়াত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম গত ৩০ নভেম্বর মারা যান।